সুখের ঠিকানা
- মোঃ মোশফিকুর রহমান - অবলা কথামালা ২৭-০৪-২০২৪

সুখের পিছনে ছুটছি মোরা দেখছিনা তো পিছন পানে, চলছি সবাই পুরো দমে দুঃখের স্মৃতি ফেলে, নতুন গানে। সুখের আশায় গড়েছি জীবন সুখের তরে সাজন ভোজন, সুখ ছাড়া থাকতে চায় কজন তবুও দুঃখ ভরা মোদের জীবন! সুখের জন্য কেটেছি পাহাড় কেটেছি নদ -নদী , এরই তরে হৃদয় মাঝে সুখ পাখি আসে যদি! কোথা থেকে জানি দুঃখ এসে হৃদয়ে দিলো হানা, অশ্রুদিপ্ত চক্ষু এখন দুঃখের দিন আবার গোনা! অনেকে আবার সুখের জন্য নিজের মান সম্মান কে করে হীন, অন্যায় ভাবে অর্থ কামিয়ে গড়ে তোলে টাকার পিল! তার পরেও তাদের মাঝে আছে কি সুখের দেখা? আরও কিছু কামাতে পারলে মিটবে মনের ব্যথা। এমনি ভাবে সুখের পিছনে ছুটছি মোরা দিনে রাতে, করেই চলছি অন্যায় - অবিচার ভাবছি না জাত -পাতে! তারপরেও পেয়েছি মোরা সামান্যটুকুও সুখের দেখা? সুখ ভাগ্য বুঝি মোদের কাছে সেজে আসে বড়ই বাঁকা। তাই তো আমার মনে প্রশ্ন জাগে আমরা কেন জীবন গড়ি সুখে? দুঃখ কে কেন চাইনা কাছে দুঃখ কি জীবনে শুধুই মিছে! তাই বলতে চাই, বেদনা নিয়ে জীবন গড় দুঃখ সুখে, সুখের আশা ছুরে ফেলি জীবন হবে মহা সুখী। ০৫-০১-২০০৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।